• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কনে এলেন বরের বাড়িতে বিয়ে করতে

প্রকাশিত: ১৯:১৮, ১৩ জুলাই ২০২২

আপডেট: ২১:২৬, ১৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কনে এলেন বরের বাড়িতে বিয়ে করতে

বিয়ে করতে সব সময় বর যান কনের বাড়িতে। কিন্তু এবার ঝিনাইদহে ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল। সাংবাদিক বরের বাড়িতে ৪০/৫০ জন কনেযাত্রী নিয়ে হাজির হলেন কনে। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সম্পন্ন হয়েছে এ বিয়ে। 

কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা। তার বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন চালক আব্দুল কাদেরের মেয়ে। বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর। তিনি মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে।

কনেযাত্রী হয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।

কনে ইতি সেলিনা জানান, পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়, বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।

বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন আমাদের বাড়িতে বিয়ে করতে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসেবে আমিও উপস্থিত ছিলাম।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2