• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গোপনে পরকীয়া; অন্তরঙ্গ মুহূর্তে মামি-ভাগনেকে হাতেনাতে ধরলো প্রতিবেশীরা

প্রকাশিত: ১৬:১৪, ১৫ জুলাই ২০২২

আপডেট: ১৬:১৫, ১৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গোপনে পরকীয়া; অন্তরঙ্গ মুহূর্তে মামি-ভাগনেকে হাতেনাতে ধরলো প্রতিবেশীরা

মামির সঙ্গে ভাগনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন ছিলো। গুঞ্জনের মধ্যে হঠাৎই মামি-ভাগনের অন্তরঙ্গ মুহূর্তে হাতেনাতে ধরেছেন প্রতিবেশীরা। এতে করে ওই ভাগনেকে পুলিশে সোপর্দ করেছেন প্রতিবেশীরা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীর হাতে ধরা খাওয়া ভাগনের নাম নুরুজ্জামান। ৪৫ বছর বয়সী নুরুজ্জামান চন্দ্রপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর নুরুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোক্তারুল ইসলাম।

সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, আট বছর আগে দেল্লারপাড় এলাকার এক তরুণীকে বিয়ে করেন নুরুজ্জামানের মামা। তাদের ঘরে একটি মেয়েরও জন্ম হয়। মাদক মামলায় মামা কারাগারে থাকার সময় ভয়ভীতি দেখিয়ে মামির সঙ্গে প্রায়ই রাত কাটাতেন নুরুজ্জামান।

জামিনে মুক্তি পাওয়ার পরও মামা বাড়িতে না থাকলে মামির কাছে আসতেন ভাগনে। একই সঙ্গে মামির জন্য লোভনীয় জিনিসপত্রও আনতেন। আর এসব দেখে ভাগনের প্রতি দুর্বল হয়ে পড়েন মামি। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে মামিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন মামা।

প্রায় এক বছর ধরে বাবার বাড়িতেই রয়েছেন মামি। কিন্তু সেখানেও যাতায়াত ছিল ভাগনে নুরুজ্জামানের। এ নিয়ে প্রতিবেশীদের সন্দেহ বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভাগনের অপেক্ষায় থাকেন প্রতিবেশীরা। একপর্যায়ে মামি-ভাগনেকে অন্তরঙ্গ মুহূর্তে ধরে ফেলেন তারা।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার পর নুরুজ্জামাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2