• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রকাশিত: ১৭:২২, ১৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায়  সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক চাঁন মিয়া (৫০) ও অটোরিকশার যাত্রী কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫)। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী বিল্লালের ভাতিজা শাকিল মিয়া (৩১), শাকিলের স্ত্রী মিতু বেগম (২৪), মা শিরিন বেগম ও পুলিশ কনস্টেবল হাসিবুল হোসেন।

স্থানীয় লোকজন ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রীরা আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপর আহত যাত্রী বিল্লাল হোসেনের মৃত্যু হয়। বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক চাঁন মিয়ার মৃত্যু হয়।

আহত যাত্রী শাকিল মিয়া বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। মা, স্ত্রী ও চাচাকে সঙ্গে নিয়ে শহরের হালদারপাড়ায় বোন রুনা বেগমের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলাম। আমার বাম পা ভেঙে গেছে। মা এবং স্ত্রী অনেক ব্যথা পেয়েছে।’

বান্দরবানে কর্মরত পুলিশ কনস্টেবল আখাউড়া তন্তর এলাকার হাসিবুল হোসেন ওই অটোরিকশায় ছিলেন। জেলা পুলিশ লাইনস থেকে রেশন নিতে তিনি সকালে অটোরিকশায় ওঠেন। তিনি বলেন, ‘আমি অটোরিকশার ডান পাশে চালকের সঙ্গে বসেছিলাম। অটোরিকশাটি সড়কের বাঁ পাশে ছিল। কিন্তু কারটি সামনে থেকে ডান দিকে যাওয়ার পরিবর্তে বাঁ দিকে আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশার চালক আমাদের বাঁচানো চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কারের চালককে আটক করা সম্ভব হয়নি।

বিভি/এনএ

মন্তব্য করুন: