• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রংপুর সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু প্রার্থীদের

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৩৬, ২০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
রংপুর সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু প্রার্থীদের

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আসছে রংপুর সিটি নির্বাচন নিয়ে পোস্টারে ছেয়ে গেছে গোটা নগর। নির্বাচনে নগরবাসীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। 

বুধবার (২০ জুলাই) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, মূলত আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে মেয়রপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করেন। গত ২০১৮ সাল থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১৮৬টি মৌজা ও ৯৫২টি পাড়া মহল্লায় খুলি ও উঠান বৈঠক করেছেন। গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মহানগর ৬টি থানায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিক ভাবে করেছেন জনগণই ক্ষমতার মূল উৎস। আপনি যে দলই করুননা কেন জনপ্রতিনিধি হতে হলে তৃণমূলের জনগণের পাশে যেতে হবে।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫১ বৎসরে, গত ৪৮ বৎসর থেকে রংপুর সদর-৩ আসনের নৌকা মার্কার কোন প্রতিনিধি নির্বাচিত হননি। এরপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে নিজেই রংপুরবাসীর উন্নয়নের দায়িত্ব কাধে নিয়ে রংপুর বিভাগ ও সিটি কর্পোরেশন দিয়ে অনেক উন্নয়ন সাধন করেছেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল হক হারুন, যুগ্ম সম্পাদক রওশানুল কায়সার সংগ্রাম, নিধুরাম অধিকারী, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, হাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা বেগম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2