• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রাত ৯টা থেকে তেলের পাম্প বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৯, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
রাত ৯টা থেকে তেলের পাম্প বন্ধ, প্রতিবাদে সড়ক অবরোধ

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির খবরে সিলেটে রাত ৯টা থেকে তেলের পাম্প বন্ধ করে দিয়েছে মালিকরা। এই ঘটনায়র প্রতিবাদে নগরীর বিভিন্ন, সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 

শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পাঠানটুলা, সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় জ্বালানি ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাইকাররা। অনেকে ২/৩ ঘণ্টা অপেক্ষা করেও তেল পাননি। 

রাত ১২টার আগে তেলের সংকটের কথা বলে তারা পাম্প থেকে সটকে পড়েন। ১২টার পরও নতুন দামে তেল বিক্রি শুরু না হওয়ায় ক্ষোভের মাত্রা বাড়তে থাকে। সোবহাবীঘাটে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিভি/ডিএস/এইচএস

মন্তব্য করুন: