• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রান্নার সময় গরম ডালের কড়াইয়ে পড়ে শিশু দগ্ধ

প্রকাশিত: ১৯:১৫, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
রান্নার সময় গরম ডালের কড়াইয়ে পড়ে শিশু দগ্ধ

রান্নার সময় গরম ডালের কড়াইয়ের মধ্যে পড়ে এক শিশু দগ্ধ হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল নয়টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজারের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ওই শিশুর নাম নূরজাহান খানম (২)। সে নাজিরপুর উপজেলা বাজারের ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের মেয়ে।

নূরজাহানের মা পরশ বেগম বলেন, ‘সকালে তিনি প্রতিদিনের মতো চুলায় রান্না করছিলেন। এ সময় তার মেয়ে নূরজাহান ঘরে ছিল। হঠাৎ করে নূরজাহান দৌড়ে তার কাছে চলে আসে। অসাবধানতাবশত এ সময় নূরজাহান চুলার ওপরে থাকা কড়াইয়ের গরম ডালে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন নূরজাহানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফা কায়সার বলেন, শিশুটির শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2