• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন যুবক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৮, ১০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন যুবক

প্রতীকী ছবি

সুন্দরবনের খালে গোসল করতে নেমে কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন এক যুবক। 

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নামলে একটি কুমির আক্রমণ করে ওই যুবককে। একপর্যায়ে কুমিরের সঙ্গে লড়াই ও কুমিরের চোখে আঙ্গুল দিয়ে প্রাণে বেঁচে এসেছেন যুবকটি।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী ষ্টেশন স্টেশন কর্মকর্তা মো. সাইফুল বারী বাংলাভিশনকে জানান, সুন্দরবনের ঢাংমারী খালে মঙ্গলবার দুপুরে গোসল করতে নামেন পূর্ব ঢাংমারী এলাকার খ্রিস্টান পাড়ার বাসিন্দা নজির হাওলাদারের ছেলে রাজু হাওলাদার। এসময় কুমির তার উপর আক্রমণ করে।  কুমিরটি রাজুর ডান পায়ের হাঁটুর উপরের দিকে কামড়ে ধরে। একপর্যায়ে কুমিরের চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয় রাজু। চোখে আঘাত পেয়ে কুমিরটি রাজুর পায়ের কামড় ছেড়ে দিলে সে দ্রুত উপরে উঠে আসে। আর কুমিরটি খালে ডুব দিয়ে চলে যায়। 

কুমিরের কামড়ে রাজুর পায়ের ক্ষত হওয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।

বিভি/কেএস

মন্তব্য করুন: