ঢাকা কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

ঢাকা কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। কবিরকাঠির কাঠেরপোল নামক এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত মুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়।
তিনি বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক উদ্ধার অভিযান চালিয়ে ট্রলির চালক ও বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদারের (২৫) মরদেহ উদ্ধার করি। তবে এর আগেই বায়েজিদ ও রাকিব নামে গুরুত্বর আহত দুজন ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া বাসের কোন আহত যাত্রীকে এসে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় যে দুজনকে উদ্ধার করে এই হাসপাতালে আনা হয়েছিলো। জরুরী বিভাগে আনার পর ওই দুজনকে মৃত ঘোষনা করা হয়।
এ বিষয়ে জরুরী বিভাগের ইনচার্য হরেকৃষ্ণ শিকদার জানান, নিহত দুইজনের মধ্যে রাকিব (২৩) বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে এবং বায়েজিদ (২৫) কবিরকাঠী এলাকার শাহজাহান
হাওলাদারের ছেলে। এরা দুইজনেই ট্রলি চালক জহিরুলের সহযোগি।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন: