• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

টঙ্গীতে বিদুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু 

প্রকাশিত: ১৫:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
টঙ্গীতে বিদুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু 

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। রিকশার ব্যাটারি চার্জ দেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
  
নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার মনতাজ মিয়ার ছেলে মো. হারুন (৪০) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কিতাব আলীর ছেলে মো. লিটন। তারা দুজনেই টঙ্গীর বউবাজার এলাকার স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতেন। 

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানায়, বৃহষ্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারি চালিত রিকাশার ব্যাটারি চার্জ দেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এসময় অপর রিকশা চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে বৈদ্যুতিক তারের সংষ্পর্ষে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2