রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০জন আহত হয়েছে।
বুধবার রাতে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করে মশিউর রহমান রাঙ্গার সমর্থকরা। এ সময় দলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ করে। প্রতিপক্ষের সমর্থকরা এ সময় মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকাও দাহ করে।
বিভি/এনএ
মন্তব্য করুন: