• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় ইউএনও আহত 

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ৯ অক্টোবর ২০২২

আপডেট: ১১:৪৮, ৯ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় ইউএনও আহত 

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার( ৮ অক্টোবর) রাত ১০টার দিকে পাইনপাড়া মাঝের চর এলাকায় ইলিশ শিকার করতে যাওয়া জেলেদের আটক ও ট্রলার জব্দ করার হলে জেলেরা এ ঘটনা ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৯ রাউন্ড ফাকা গুলি ছুড়েছে নৌ-পুলিশ।

এসময় মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি অফিসার জামাল হোসেনসহ অভিযানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন, শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছিলাম। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক ও ২ টি ট্রলার জব্দ করা হয়। অভিযান শেষের দিকে পাইনপাড়া মাঝের চর এলাকায় পৌঁাঁলে একদল জেলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইউএনও সহ কয়েকজন আহত হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে ইউএনও-কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, গতরাতে অভিযান পরিচালনা কালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে আমার পায়ে আঘাত লেগে আহত হয়েছি। চিকিৎসা নিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যত আঘাত আসুক মা ইলিশ রক্ষা অভিযানে কোনো রকম ছাড় দেয়া হবে না। আইন অমান্যকারীদরে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2