• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেন এই যুবক ২ বছর ধরে পরিত্যক্ত টয়লেটে বন্দী?

প্রকাশিত: ১২:৩৯, ৩০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কেন এই যুবক ২ বছর ধরে পরিত্যক্ত টয়লেটে বন্দী?

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে যুবক সুজিত দাসকে। দু'বছর ধরে তাকে সেখানে আটকে রেখেছিল স্বজনরা। 

পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাশিপাড়ার নরেন্দ্র দাসের ছেলে সুজিত দাস পেশায় জেলে ছিলেন। নিয়মিত নদীতে মাছ ধরে সংসার চলত তার। টানা দু'বছর তাকে এলাকায় না দেখে স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়। 
সোমবার (২৯ এপ্রিল) পরিত্যক্ত একটি শৌচাগার থেকে মানুষের কণ্ঠ শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তালা দেয়া শৌচাগার থেকে উদ্ধার করে সুজিতকে। 

এদিকে, যুবকটির পরিবারের দাবি- সুজিতের মাথায় সমস্যা আছে, সে মানসিক ভারসাম্যহীন, মানুষকে মারধর করে। তাই বাধ্য হয়েই তাকে টয়লেটে বন্দী করে রাখা হয়। সে হত্যা মামলার আসামি বলেও দাবি স্বজনদের। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় এলাকাবাসী। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2