• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভালোবাসার টানে এবার ইন্দোনেশিয়ার মেয়ে এলো লক্ষ্মীপুরে

প্রকাশিত: ২২:০৯, ৯ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ভালোবাসার টানে এবার ইন্দোনেশিয়ার মেয়ে এলো লক্ষ্মীপুরে

ভালোবাসার টানে দূর দেশ থেকে এবার বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার আরও এক তরুণী। নিজ দেশের মায়া কাটিয়ে প্রেমের টানে ছুঁটে এসেছেন লক্ষ্মীপুরে। রবিবার (৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের আদালতে লক্ষ্মীপুরের ছেলের সাথে ইন্দোনেশিয়ার মেয়ের বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, ছেলে  মামুন হোসেন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে এবং মেয়ে সিতি ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ের মৃত জুমিরানের মেয়ে। মামুন ও সিতি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এই সুবাদে তাদের পরিচয় ও প্রেম। সেই টানেই বাংলাদেশে ছুটে আসেন সিতি।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন মামুন ও সিতি। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে নিজবাড়িতে যান।

মামুন জানান, ২০১৭ সালে চাকরির সুবাদে সিতির সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করতেই বাংলাদেশে এসেছেন সিতি। এক মাসের ছুটি শেষে ফের মালয়েশিয়ায় চলে যেতে হবে। 

মামুনের বাবা রফিক উল্লাহ জানান, পরিবারের সবার সঙ্গে মিশে গেছে সিতি। 

এর আগে ২০২১ সালের ৮ মার্চও প্রেমের টানে বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ার এক তরুণী। ফানিয়া আইঅপ্রেনিয়া নামেও ওই তরুণী রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের রাসেল আহমেদকে বিয়ে করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2