হাতিয়া লবণবোঝাই ট্রলারডুবি, ৭ মাঝি উদ্ধার

নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদীতে এমবি বাহার নামে একটি লবণবোঝাই ট্রলারডুবিরঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে উপজেলা সুখচর ইউনিয়নের মৌলভি চরের কাছে এঘটনা ঘটে।
এ সময় ট্রলারে থাকা সাত মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। মাঝিমাল্লাদের সবার বাড়ি কুতুবদিয়াউপজেলায়।
দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, তাঁরা ৬০০ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়েআসে। লবণ নিয়ে ঝালকাঠি যাওয়ার কথা ছিল তাঁদের। হাতিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ডুবো চরে আটকে পড়ে। জোয়ারের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা সাত মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকেন। ট্রলারটি ডুবে যাওয়ার দৃশ্য হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে চলাচলকারী সিট্রাকের লোকজন দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘাট থেকে যাত্রীবাহী স্পিডবোট গিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় সাত মাঝিমাল্লাকে উদ্ধার করে চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে।
ট্রলারের মাঝি মো. বাদশা বলেন, ট্রলারটি জোয়ারের তোড়ে উল্টে গেলে সবাই যে যার মতো ভাসমান জিনিসপত্র নিয়ে নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে ভাসতে ভাসতে উত্তর দিকে চলে গেলে একটি স্পিডবোট এসে তাঁদের সবাইকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের তোড়ে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্ভব হবে না।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পরপরই উদ্ধারকরা হয়। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তাদের মধ্যে কেউ নিখোঁজ নেই।
বিভি/রিসি
মন্তব্য করুন: