• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোপে ডুবে গেলো ১৩টি ট্রলার

প্রকাশিত: ১৬:০৪, ২৪ অক্টোবর ২০২২

আপডেট: ২১:০৯, ২৪ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোপে ডুবে গেলো ১৩টি ট্রলার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব ফেলতে শুরু করেছে। ইতিমধ্যে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন উত্তাল হয়ে পড়েছে। এরই মধ্যে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে।

স্থানীয়রা জানান,  মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর থেকেই ভারি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। ফলে গাছপালা ভেঙে যান চলাচল ব্যাঘাত ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির প্রভাবে দ্বীপের চারপাশের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেড়েছে। এলাকার কিছু কিছু জায়গায় পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঘাটে নোঙর করা ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে।

এর মধ্যে একটি মানুষ পারাপারের বোটও রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে শিগগির খাদ্য সংকট দেখা দেবে দ্বীপে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি ট্রলার ডুবে গেছে। 

এই মুহূর্তে সেখানে কোনো পর্যটক আটকে নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান। তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

লোকজনকে নিরাপদে রাখতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে। এর আগে সেন্টমার্টিনে আটকা পড়া চার শতাধিক পর্যটককে রবিবার (২৩ অক্টোবর) বিকেলে পর্যটকবাহী জাহাজে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন চেয়ারম্যান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2