• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

সিত্রাংয়ের তোড়ে ডুবলো ড্রেজার, নিখোঁজ ৮ শ্রমিক

প্রকাশিত: ১৩:৩০, ২৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সিত্রাংয়ের তোড়ে ডুবলো ড্রেজার, নিখোঁজ ৮ শ্রমিক

ক্ষতচিহ্ন রেখে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার পরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। 

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শ্রমিকরা হলেন- মাহমুদ মোল্লা, আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর, তারেকসহ আটজন নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেরখালি ইউনিয়নের বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন সাগরে বালু উত্তোলনের জন্য রাখ ড্রেজার মেশিন ‘সৈকত-২’  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানিতে ভেসে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আট শ্রমিক নিখোঁজ হন।

ড্রেজার ম্যানেজার রেজাউল করিম জানান, বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সিত্রাংয়ের খবর পেয়ে অন্য সব শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনায় পতিত ড্রেজারের আট শ্রমিক আসেনি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, সোমবার রাতে সাগরে ড্রেজারসহ আট শ্রমিক নিখোঁজের সংবাদ পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা কাজ চালিয়ে যাচ্ছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2