• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চার্জারের তারে জড়িয়ে প্রাণ গেল নারীর, এতিম হলো দুই সন্তান

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:৩২, ৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
চার্জারের তারে জড়িয়ে প্রাণ গেল নারীর, এতিম হলো দুই সন্তান

কুড়িগ্রাম সদর উপজেলায় চার্জারের তারে জড়িয়ে রমিছা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ওই নারী সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়া গ্রামের মো. আব্দুল সাত্তারের মেয়ে এবং দুই সন্তানের জননী। 

স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জার ভুলবশত অরক্ষিত ছিল। পরে নিহত রমিছা বেগম ওই তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2