দ্বিতীয় দফায় চালু হলো মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি সার্ভিস

দ্বিতীয়বারের মত আবারও চালু হলো মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি সার্ভিস। এসময় ৪টি প্রাইভেটকার শর্ণচাপা ফেরি দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে পার করা হয়।
বুধবার (৯ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে গজারিয়ার কাজিপুরা ফেরি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও বিআইডব্লিউটিসির পরিচালক মো.রাসেদুল ইসলাম।
এর আগে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ২০১৮ সালের ৩ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: