• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হিজড়া-পুলিশ সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৬, ২০ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:০৫, ২০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
হিজড়া-পুলিশ সংঘর্ষে নিহত ১

দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার সময় চট্টগ্রামে হিজড়া-পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক বিক্রেতাকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং মাদক বিক্রেতাদের সহযোগীরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। তারা হানিফ ও দেলোয়ারকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। 

আরও পড়ুন: 

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে হামলা শুরু করে। হিজড়ারা এক যোগে ফাঁড়িতে হামলা চালালে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে নাজমা নামে এক হিজড়ার মৃত্যু হয়। পুলিশের ওপর চালানো হামলায় দুই পুলিশ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। 

পুলিশের কাছ থেকে  ছিনিয়ে নেওয়া মাদক বিক্রেতা এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমান।

আরও পড়ুন: 

বিভি/এসপি/এইচএস

মন্তব্য করুন: