পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
								
													ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে শাহাদৎ হোসেন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শাহাদৎ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ার ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের কাছ দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, ভারতীয় বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদৎ মারা গেছে। ছবিতে দেখেছি বুকে গুলি লেগেছে। আমার ছেলে গত ৩ বছর আগে বিয়ে করে। তার একটি দেড় বছর বয়সের ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ভারতের অভ্যন্তরে, পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে। ঘটনা শোনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা লাশের ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাদেরকে (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
বিভি/এইচএস
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: