• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ১৮:১৬, ২১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

চায়ের রাজধানী শ্রীমঙ্গলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শীত অনুভূত হচ্ছে এখানে। কমতে শুরু করেছে তাপমাত্রা। রাত নামলেই এখানে ফিরে আসছে শীত। সকালে এবং রাতে শীত বেশি থাকলেও দিনে কিছুটা কম। তবে বিকাল এবং সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে  কুয়াশায় ঢাকা পড়ছে এই প্রত্যন্ত চা জনপদের চারদিক।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল-এর আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তবে সকাল ৬টায় এই তামপাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী খলিলুর রহমান বলেন, বুধবার সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় এই প্রথম উঠে এলো শ্রীমঙ্গলের নাম।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2