• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কনকনে শীত উপেক্ষা করে দুস্থদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কনকনে শীত উপেক্ষা করে দুস্থদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

কনকনে শীত উপেক্ষা করে পটুয়াখালী শহরের অলিগলিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।

এর আগে জেলা পুলিশের আয়োজনে শুক্রবার রাত ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় ভাসমান দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান বলেন, ‘এসপি স্যার মানবিক হৃদয়ের মানুষ। এ তীব্র শীতের মধ্যে রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে কম্বল নিয়ে ছুটে যান তিনি। নিজ হাতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি। এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম বলেন, ‘রাস্তায় যারা শীতে কষ্ট করছেন তাদের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিৎ। ইতিমধ্যে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলার অসহায় দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত আছে। সামনের দিনগুলোতে পুলিশের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

বিভি/কেএম/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2