• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ফরেস্ট অফিস এলাকা থেকে সরে গেছে বাঘগুলো

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ফরেস্ট অফিস এলাকা থেকে সরে গেছে বাঘগুলো

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর অফিস এলাকা থেকে বাঘগুলো সরে গেছে বলে জানিয়েছে বনরক্ষীরা। শনিবার দুপুরের পর থেকে বাঘের ডাকও শুনতে পাচ্ছেন না বনরক্ষিরা। মিষ্টি পানির পুকুর পেয়ে পানি ক্ষেতে নেমেছিল বাঘগুলো। বনরক্ষীদের সতর্ক উপস্থিতি টের পেয়ে বনের গৃহীনে ফিরে গেছে তারা এমনটি ধারণা করছে বন বিভাগের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত কয়েকবার বাঘগুলো দেখেছে বনরক্ষীরা।  

চান্দেশ্বর অফিসের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের আগ মুহূর্তে একবার বাঘগুলোকে দেখা গেছে। পরবর্তীতে আর দেখা যায়নি। বাঘের গর্জনও শুনতে পাইনি আমরা। মূলত যতদূর মনে হচ্ছে ঘুরতে ঘুরতে অফিস এলাকায় ঢুকে পড়েছিলো বাঘগুলো। পরবর্তীতে পরিচিত এলাকা না হওয়ায় এবং বনরক্ষিদের উপস্থিতি টের পেয়ে চলে গেছে।

তিনি আরও বলেন, ‘বাঘ গুলো খুবই শান্ত ছিল। কোন হীংস্রতা প্রদর্শণ করেনি তারা। এরপরেও আমরা খুবই সতর্ক ছিলাম। সতর্কতার সাথে ছবি তুলেছি। এখন আমরা সতর্ক অবস্থায় আছি। বাঘ আসলেও যাতে কারও কোন ক্ষতি নায় এবং বাঘ গুলোকে কেউ যাতে বিরক্ত না করে সে জন্য  আমরা সকলকে নির্দেশনা দিয়েছি।’

বিভিন্ন সময় বনের মধ্যে বাঘ দেখ পাওয়া ও বাঘ গননা কার্যক্রমে সরাসরি অংশ নেওয়া বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘মানুষ ছাড়া অন্য কোন প্রাণি মানুষের সংস্পর্শে আসতে চায় না। তেমনি বাঘও মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। তবে বাঘ কখনও নিজেকে লুকিয়ে রাখতে চায় না। ক্ষুধার্থ হলে বাঘ রাগান্বিত হয়ে যায়। এই সময় সে অতিরিক্ত ঘোরা ফেরা করে। পেটে ক্ষুদা না থাকলে বাঘ বিশ্রাম, নিজেদের মধ্যে খুনঠুশি ও ঘোরাফেরা করতে পছন্দ করে। খুব ক্ষুধার্থ ও নিজেকে নিরাপত্তাহীন মনে হলেই বাঘ মানুষের উপর আক্রমন করে। এছাড়া কখনও বাঘ মানুষের উপর আক্রমন করে না।’

চান্দেশ্বর অফিস এলাকায় বাঘ আসা সম্পর্কে আজাদ কবির আরও বলেন, ‘সুন্দরবনের মধ্যে বাঘ ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। তবে যেসব স্থানে মানুষ থাকে সেখানে বাঘ যাওয়ার কথা না। ঘুরতে ঘুরতে পথ ভুলে ওই এলাকায় গিয়েছে। পরবর্তীতে যখন বুঝতে পেরেছে, তখন ওরা নিজেদের পছন্দ মত স্থানে ফিরে গেছে।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2