এইচএসসিতে দুই মেয়ে ফেল, শুনেই শিক্ষক বাবার মৃত্যু

দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। কৃতকার্যদের উল্লাসে দিনভর মুখরিত ছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এর মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর দলদলিয়া ইউনিয়নে। নিজের দুই মেয়ে ফেল করেছেন শুনে মাদরাসা শিক্ষক পিতার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালের দিকে দুই মেয়ের জন্য বিলাপ করতে করতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই শিক্ষক। মৃত শিক্ষকের নাম- আব্দুল গফফার (৫৪)। তিনি দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহা বন্ধ গ্রামের বাসিন্দা। দলদলিয়া দাখিল বালিকা মাদরাসার শিক্ষক ছিলেন।
জানা যায়, ওই শিক্ষকের দুই মেয়ে রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। এইচএসসির ফলাফল জানতে মেয়েদের কলেজে যান বাবা। কলেজের শিক্ষকরা দুই বোনই ফেল করেছে বলে জানালে তিনি অস্থির হয়ে পড়েন। পরে বিলাপ করতে করতে হঠাৎ মেঝেতে পড়ে যান তিনি। এর কিছু সময় পর মারা যান।
চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: