• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সুন্দরবনে অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সুন্দরবনে অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার 

বাঘের মরদেহ ও হাড় উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে হাড়গোড়সহ একটি অর্ধগলিত বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক স্থান থেকে উক্ত হাড়গোড়সহ অর্ধগলিত মৃত বাঘ উদ্ধার করেন। 

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলম জানান, সকালের দিকে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়। বাঘটি আনুমানিক ১ মাস আগে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন এ কর্মকর্তা।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে  আলোচনা করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, ‘মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে।’

বিভি/এজেড/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2