টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ঘাটাইলে পাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রামের শহীদ হোসেনের ছেলে সোনা মিয়া ও অস্টা চল্লিশা এলাকার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিনজন মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এবিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, নিহতদের লাশ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
বিভি/এআর/এইচএস
মন্তব্য করুন: