• NEWS PORTAL

  • শনিবার, ২৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক ভিডিও তৈরি!

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক ভিডিও তৈরি!

নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে  টিকটক ভিডিও বানিয়ে নেটদুনিয়ায় ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
  
বুধবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রæয়ারি বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমানসহ আরও অজ্ঞাত ২/৩ জন মা ও মেয়েকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর তা স্যোশাল মিডিয়ায় টিকটক আইডি থেকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
  
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তি আইনে ও নির্যাতনের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও ধারণকারী ও টিকটক তৈরিকারী জিল্লুর পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2