• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

সাভারে এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়ে।   

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের গেন্ডা ও উলাল এলাকায় অভিযান চালিয়ে সুবজ ও বর্ষণ নামে ওই দুই যুবককে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।  

কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরীকে তালবাগ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তুলে নিয়ে যায়।

এরপর গেন্ডা এলাকার ওই কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর গোপন সংবাদের ভিত্তিতে সাভার গেন্ডা ও উলাল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী দুইজনকে গ্রেফতার করা হয়।
  
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুল বলেন, সুবজ ও বর্ষণকে দুপুরে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার কিশোরীকে সাভার সরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, দুপুরে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অপহরণকারীর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের  একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: