• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ মো. আমির (৪৫) নামে একব্যক্তিকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের তালসারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমির কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত আতিয়ারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের তালসারী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র একটি দল সেখানে অভিযান চালিয়ে আমিরকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাজের মধ্য থেকে আটটি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৮০ হাজার ৩০ টাকা। 

তিনি আরও জানান, স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকা থেকে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি। আটককৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বিভি/এজেড/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2