• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দক্ষিণাঞ্চলগামী তাসরিফ লঞ্চের রুট পারমিট স্থগিতে নিন্দার ঝড়

প্রকাশিত: ২২:৫০, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
দক্ষিণাঞ্চলগামী তাসরিফ লঞ্চের রুট পারমিট স্থগিতে নিন্দার ঝড়

কোনো ধরনের কারণ ছাড়াই দক্ষিণাঞ্চলগামী তাসরিফ লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। 

কেননা দক্ষিণাঞ্চলগামী নৌ- পথে চলাচলের যাত্রী সেবায় নিয়োজিত ফেয়ারী সিপিং লাইন্স লিমিটেডের পরিচালনাধীন জাহাজ এম ভি তাসরিফ সিরিজ। দীর্ঘদিন ধরে ঢাকা থেকে কালীগঞ্জ, ভোলা, দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গলসিকদার, মনপুরা, চরফ্যাশন ও হাতিয়া নৌ- পথে অত্যন্ত শুনামের সাথে যাত্রী সেবা দিয়ে আসলেও হঠাৎ কোনো কারণ ছাড়াই বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ ফেয়ারী সিপিং লাইন্স লিমিটেডের সকল লঞ্চের রুট পারমিট স্থগিত ঘোষণা করেছে। 

১৬ মার্চ মো. আবু ছালেহ কাইয়ুম উপ-পরিচালক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে লঞ্চ স্থগিতাদেশ জারি করা হয়। লঞ্চ কর্তৃপক্ষ চিঠি প্রেরক কাইয়ুম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উপরের নির্দেশে এই চিঠি জারি করা হয়েছে, আমি এর বাইরে আর কিছুই বলতে পারবো না বলে এই বিভাগের পরিচালক অথবা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

তবে নিয়মতান্ত্রিকভাবে নৌ- রুটে চলাচলকারী যাত্রী সেবায় নিয়োজিত লঞ্চ কর্তৃপক্ষ কোনো আদেশ অমান্য করলে সে ক্ষেত্রে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান থাকলেও কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই লঞ্চ চলাচল স্থগিত করার বিষয়টি দুঃখ ও হতাশা জনক বলে দাবি করছেন লঞ্চ কর্তৃপক্ষ।

অথচ কয়েক মাস পূর্বেও গোলাম কিবরিয়া টিপু কোম্পানির ফারহান-৫ বেপরোয়া গতিতে উলানিয়া এবং তজুমদ্দিন এলাকায় তাসরিফকে-২ ধাক্কা দিয়ে জাহাজের ব্যাপক ক্ষতি সাধন ও ২০/২৫ জন যাত্রীকে আহত করেছে। এই ভাবে একাধিক বার গোলাম কিবরিয়া টিপু কোম্পানির লঞ্চগুলো বেপরোয়া গতিতে তাসরিফ সিরিজের একে একে সকল লঞ্চগুলোকে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষতি করে আসলেও বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিকট তাসরিফ কর্তৃপক্ষ লিখিতভাবে একাধিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। শুধু তাই নয়, যে অভিযোগ কর্তৃপক্ষ দেখিয়েছেন, তার আলোকে তাসরিফ কর্তৃপক্ষকে কোনো চিঠি বা কারণ দর্শানোর নোটিশও করা হয়নি। যা বিআইডব্লিউটিএর (২) এর উপবিধি ( ১) স্পষ্ট উল্লেখ আছে। এমনকি বরিশাল গামী এম ভি সুন্দরবন ১৬ লঞ্চকে তাসরিফ লঞ্চ ধাক্কা দিয়েছে বলে আনীত অভিযোগ সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ পুরোপুরি অস্বীকার করেছেন। তারা বলেছেন, বিআইডব্লিউটিএ তাদেরকে বার বার ফোন দিয়ে বলেছে তারা যেন তাসরিফ লঞ্চের বিরুদ্ধে একটা অভিযোগ দেয়।

বিষয়টি নিয়ে লঞ্চ কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন, ভোলা-২ এর সাংসদ আলী আজম মুকুল, এমপি পংকজ দেবনাথ, এমপি মমতাজ বেগমসহ আরো অনেকেই তৎকালীন সময়ে এই জাহাজগুলোর রুটপার্মিটের জন্য সুপারিশ করে ডিও লেটার দিয়েছেন। কিন্তু বরিশালের এক লঞ্চ মালিকের মনোপলি ব্যবসা করার সুযোগ দিতেই অন্যায় আবদারের বলি হল জন প্রশংসিত তাসরিফ লঞ্চ সিরিজ।

ভোলা তথা উপকূলের বিশ লাখ লোকের প্রাণের দাবি জরুরি ভিত্তিতে যাত্রী সেবায় নিয়োজিত তাসরিফ সিরিজের সকল লঞ্চগুলোকে পূর্বের টাইম টেবিলে ফেরত দিয়ে যথারীতি যাত্রী পরিবহনের সুযোগ দেয়া হোক। তা না হলে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনে ভোলাবাসী মানববন্ধনসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: