• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কুমিল্লায় ভূমিসহ ঘর পাচ্ছেন ১৭৯০টি পরিবার, উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ২০ মার্চ ২০২৩

আপডেট: ১৪:১৭, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কুমিল্লায় ভূমিসহ ঘর পাচ্ছেন ১৭৯০টি পরিবার, উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লার ১৭ উপজেলার আরো ১৭৯০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান করা হবে। আগামী ২২ মার্চ প্রধানমত্রী শেখ হাসিনা এর উদ্ধোধন করবেন।সোমবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলায় ২ হাজার ৯৩৬টি পরিবারকে আগের ধাপে ভূমি ও ঘর প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ ১৭৯০টিসহ মোট চার হাজার ৭২৬টি পরিবার পুনর্বাসন হবে। এছাড়া জেলার চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও বি-পাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ অন্যরা।

বিভি/রিসি

মন্তব্য করুন: