• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাহাড়ে শান্তির দাবিতে রংপুরে সংহতি সমাবেশ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:১৯, ২০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
পাহাড়ে শান্তির দাবিতে রংপুরে সংহতি সমাবেশ

পাহাড়ে শান্তি ফেরাতে সংহতি সমাবেশ হয়েছে রংপুরে। সোমবার বিকালে স্থানীয় শহিদ মিনার এলাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য দেন সাবেক এমপি নাজমুল হক প্রধান, বজলুর রশীদ ফিরোজ, নবিন্দ্র নাথ সরেন, তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদ নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, শফিয়ার রহমানসহ স্থানীয় নেতরা।

সমাবেশে সংহতি প্রকাশ করে বাসদ, জাসদ, সপিবিসহ বামপন্থী রাজনৈতিক দলগুলো। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

পরে পাহাড়ে শান্তি চুক্তির দাবিতে একটি মৌন মিছিল করেন আন্দোলনকারীরা। শহিদ মিনার থেকে বের হওয়া মিছিলটি বঙ্গবন্ধু চত্বরসহ নগরির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিভি/রিসি

মন্তব্য করুন: