• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিজিবি-বিএসএফের মধ্যে আখাউড়া স্থলবন্দরে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ২৬ মার্চ ২০২৩

আপডেট: ২২:৫৬, ২৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বিজিবি-বিএসএফের মধ্যে আখাউড়া স্থলবন্দরে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬শে মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে-বিএসএফ শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি দেওয়া হয়। 

শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি ও বিএসএফের উভয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। 

আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ। 

বিজিবি-বিএসএফের কর্মকর্তাসহ দুই দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। 

বিভি/এমএস/এইচএস

মন্তব্য করুন: