• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেনা অভিযানে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, চালক ও পাচারকারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ২৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সেনা অভিযানে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, চালক ও পাচারকারী আটক

খাগড়াছড়ির দীঘিনালায় এক ট্রাক ভারতীয় চিনি আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় জড়িত পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মো. জিয়া(৪২)কে আটক করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ট্রাক বোঝাই চিনিসহ তাদের আটক করে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সাজেক সীমান্ত এলাকা ভারতের উদয়পুর থেকে গোপনে ১৪০ বস্তা চিনি মিনি ট্রাক বোঝাই করে নিয়ে আসে। শনিবার রাত ১০টায় দীঘিনালা সেনা জোন অতিক্রম করার সময় নিরাপত্তা চেক পোস্টে সন্দেহ হলে ট্রাকের গতি রোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি এসব চিনি উদ্ধার করা হয়। ট্রাক নম্বর (চট্ট মেট্রো ট ১১-৭৫৮৩) । 

এ সময় পাচারকারী বাবুধন চাকমা এবং ট্রাক চালক মো. জিয়াকে আটক করা হয়।পরে রাতেই ট্রাক বোঝাই চিনি এবং আটককৃতদের দীঘিনালা থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি বস্তা ৫০ কেজি হারে ১৪০বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকটি আটক করে দীঘিনালা জোনের সেনাবাহিনী।  

এ ঘটনায় দীঘিনালা থানার এসআই মো. নুরুদ্দীন বাদী হয়ে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2