• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ভোলার ইলিশা ফেরিঘাটে আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক 

ভোলা প্ৰতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ভোলার ইলিশা ফেরিঘাটে আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক 

ভোলার ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক।  

এতে চরম দুর্ভোগে পড়েছে রুটে চালক ও পণ্যের মালিকরা। তবে আজ-কালের মধ্যেই যানজট মুক্ত হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা।

ভোলার ইলিশা থেকে লহ্মীপুর মজুচৌধুরী রুটের ফেরি দিয়ে দক্ষিণাঞ্চলীয় ২১ জেলার যানবাহন চলাচল করে। 

দ্রুত এবং কম খরচে খুলনাসহ ২১ জেলার যে কোনও স্থান থেকে চট্রগ্রাম কিংবা সিলেট যাওয়ার এই রুট খুবই জনপ্রিয়। তবে গত দু’দিন ধরে আবহাওয়া খারাপ দেখে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায় এমনটা হচ্ছে বলে জানা গেছে।  

এই রোটে চলাচলের জন্য ফেরি ৬টি থাকলেও একটি মেরামতের জন্য নেওয়া হয়েছে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (২৭শে মার্চ) সরেজমিনে গেলে দেখা যায়, ফেরি পারাপারের অপেক্ষায় অন্তত শতাধিক ট্রাকসহ অন্যসব যানবাহন দাঁড়িয়ে রয়েছে ভোলা- লক্ষ্মীপুরের প্রধান সড়কের উপর।

ট্রাক চালক মো. সোহেল বলেন, ‘৩ দিন ধরে দাঁড়িয়ে আছি সিরিয়ালের অপেক্ষায়। সিরিয়াল পাচ্ছি না।’ একই অভিযোগ অন্য ড্রাইভারদের ও।
এসব গাড়ি চালকদের থাকা ও খাবারের নানা ধরনের সমস্যা হচ্ছে বলেও জানান তারা।

এসব বিষয়ে ফেরির ঘাটের সহকারী পরিচালক কামরুল ইসলাম বলেন, ৬টি ফেরির একটির কাজ চলছে অন্য ৫টি নিয়মিত চলে তবে আবহাওয়া খারাপ থাকায় চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে তবে দ্রুতই এ সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: