• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামালাপুরের সেই আ.লীগ নেতার কুশপুত্তলিকা দাহ, সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২৯ মার্চ ২০২৩

আপডেট: ১৯:০১, ২৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
জামালাপুরের সেই আ.লীগ নেতার কুশপুত্তলিকা দাহ, সড়ক অবরোধ

‘খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী’ বলা জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ‘আমাদের চেতনায় মুজিব আদর্শ’ ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও একঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিল ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধু হত্যায় প্রধান অভিযুক্ত ‘খন্দকার মোশতাক’কে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করেন। তার দেওয়া ধৃষ্টতামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বলতে শুনা যায়, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী ছিলো, ছিলো কি না? বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা মোশতাক সরকারে যোগ দিয়েছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন স্বপন।

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাকের কাতারে টেনে আনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ছিলো, ইতিহাস তাই বলে।

আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরি নাদেল সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে তিনি বিষয়টা অবহিত হয়েছেন। তিনি মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেছেন অভিযুক্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে সাত কর্মদিবসের সময় দিয়ে কারন দর্শানো নোটিশ প্রদান করতে। নোটিশের জবাব পাবার পর পরবর্তীতে বাকী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীর টিমের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কথা হয়েছে। দলের গঠনতান্ত্রিক বিধিবিধান অনুসরণ করে বক্তব্যটির চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে জেলা আওয়ামী লীগ আন্তরিক। খুব শীঘ্রই এ ব্যাপারে সাংগঠকি সিদ্ধান্ত জানাবে জেলা আওয়ামী লীগ।

বিভি/জেএম/এইচএস

মন্তব্য করুন: