• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মাছ ধরায় বাধা দেয়ায় জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ৩০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মাছ ধরায় বাধা দেয়ায় জেলেদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৭

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলায় দুই বন কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে। রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকায় বুধবার দুপুরে মাছ শিকার করছিলেন একদল জেলে। খবর পেয়ে বিকালে অভিযানে যান চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় মারুফ বিল্লাহ নামে এক জেলেকে আটক করা হয়। পরে নিষিদ্ধ এলাকা থেকে বাকি জেলেদের চলে যেতে বললে তারা আমাদের  ওপর চড়াও হয়। একপর্যায়ে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলা চালায় জেলেরা। 

হামলায় আমি নিজে, চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, বনরক্ষী মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিডবোট চালক মঞ্জু রানা আহত হন। আহতরা রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান মাহবুব হাসান। 

তিনি আরও বলেন, হামলায় জড়িত জেলে জয়মনি এলাকার নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদকে চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় এসব জেলের বিরুদ্ধে মামলা করা হবে।

বিভি/জেইউ/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2