• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হ্লাচিং মং মারমা হত্যার প্রতিবাদ

ইউপিডিএফের প্রসীত গ্রুপের ডাকে খাগড়াছড়ির ৫ উপজেলায় চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৭, ৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ইউপিডিএফের প্রসীত গ্রুপের ডাকে খাগড়াছড়ির ৫ উপজেলায় চলছে সড়ক অবরোধ

ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে খাগড়াছড়ির ৫ উপজেলা মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়িতে সড়ক অবরোধ চলছে। তবে অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য হ্লাচিং মং মারমা ওরফে উষাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে ঢাকা থেকে ছেড়ে নৈশ কোচগুলোকে পুলিশ প্রহরায় গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা রোধে সড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

গত রবিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন পয়েন্টে ইউপিডিএফ প্রসীত গ্রুপের  কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী এসে চাঁদা দাবী করে। এসময় এলাকার লোকজন ওই সশস্ত্র চাঁদাবাজদের ধাওয়া দিয়ে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা ওরফে উষা গণপিটুনিতে আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।  

বিভি/এইচএম/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2