• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বিয়ে বাড়ির সাজানো গেটে কুরআন তেলাওয়াতে জামাই বরণ (ভিডিও)

প্রকাশিত: ১৮:৩৭, ২৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বিয়ে বাড়ির সাজানো গেটে কুরআন তেলাওয়াতে জামাই বরণ (ভিডিও)

বিয়ের আসর মানেই তরুণ-তরুণীদের উচ্ছ্বাস আর হাসি-আনন্দের এক আয়োজন। কনে ও জামাইকে ঘিরে কিশোর-কিশোরীদের মধ্যে দেখা যায় বিরাট রমরমা অবস্থা। কিন্তু চাঁদপুরে দেখা গেল ভিন্ন আয়োজন। বিয়ের জন্যে সাজানো গেটে ছিল না হই-হুল্লোড়। ছিল না টাকা চেয়ে জোর জবরদস্তি। সেই সঙ্গে জামাই বরণ করা হয়েছে কুরআন তেলাওয়াত করে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনব ওই বিয়ের আয়োজনের ভিডিও। ‘শূন্যতা’ নামক একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পাবলিশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- ফিতা দিয়ে গেট বাঁধা আছে। যার এক প্রান্তে বর ও তার আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছেন। আর অপরপ্রান্তে কনের বাড়ির লোকজন এবং এপাশ থেকেই কেউ একজন কুরআন থেকে তেলাওয়াত করেন।

কুরআন তেলাওয়াতের পর সবাই মাশআল্লাহ বলে বাহবা দেওয়ার পর সবাই বিয়ে বাড়ি প্রবেশ করে। ভিডিওতে এর বেশি কিছু দেখা যায়নি। ভিডিওর ক্যাপশন থেকে জানা গেছে অভিনব এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলায়। নির্দিষ্ট এলাকার নাম উল্লেখ করা হয়নি সেখানে। 

 

সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তে বেশ প্রশংসা কুড়িয়েছে। কেউ কেউ বলছেন এভাবে সুস্থ ধারায় হোক বিবাহের আয়োজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2