• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
টেকনাফে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, রবিবার রাতে টেকনাফের সাবরাং এলাকার আশিকানি লবনের মাঠ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। 

এসময় টহল দল ৪-৫ জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বস্তা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে এসব বস্তা তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৩টি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করে। 

পরবর্তীতে টহলদল ওই এলাকায় রাত অভিযান পরিচালনা করেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। 

বিভি/পিএইচ/এইচএস

মন্তব্য করুন: