• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৮, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কুয়াকাটা মুসুল্লিবাদ দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শাহ আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) ভোররাতে লতাচাপলী ইউনিয়নের নতুনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহ আলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

মামলা সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ওই নারীকে ওড়ান দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহ আলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে শাহ আলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করেছে। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামিকে আজই আদালতে প্রেরণ করা হবে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: