দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী পালন

নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী।
নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে দোয়ায় ভার্চ্যুয়ালি অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মেহেরপুরে কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
যশোরে দলীয় কার্যালয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় দুস্থ মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: