গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ছয় কেজি গাঁজাসহ রাব্বি (২১) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে ) রাতে উপজেলার ভাই জোড়া শিশু হাসপাতালের মোড় থেকে রাব্বিকে আটক করা হয়। এসময়, রাব্বির কাছে থাকা কাপড় বহনের একটি লাগেজের মধ্য থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
আটক রাব্বি নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার কাশিপুর গ্রামের মৃত চুন্নু মৃধার ছেলে।
মোরেলগঞ্জ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ আটক রাব্বির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: