• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

পহেলা জুলাই থেকে চট্টগ্রামকে পলিথিন মুক্ত করার ঘোষণা

প্রকাশিত: ১৩:২১, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
পহেলা জুলাই থেকে চট্টগ্রামকে পলিথিন মুক্ত করার ঘোষণা

পহেলা জুলাই থেকে চট্টগ্রামকে পলিথিন মুক্ত করার ঘোষণা দিলো চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (৩১ মে) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রামকে পলিথিনমুক্ত করতে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন। 

সভায়-সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর-এনডিসি তৌহিদুল ইসলাম। এতে পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন বাজার কমিটির সদস্য, সচেতন নাগরিক সমাজ, ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।

সভায়- মহানগরীর বাজারগুলো পলিথিনমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ব্যবহার নিশ্চিতে জোরারোপ করা হয়। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2