বৃক্ষরোপণ কর্মসূচী: চট্টগ্রামে রোপণ করা হবে ২৩ লাখ গাছ

বনজ, ফলজ, ভেষজ বৃক্ষরোপণ লক্ষ্য নিয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এবার স্লোগন ‘২৩ সালে ২৩ লাখ’। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ভেষজ ও নান্দনিক বৃক্ষরোপণ হবে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।
উপজেলার যে ইউনিয়ন ও যে সংগঠন বেশি গাছ লাগিয়ে সফলতা অর্জন করবে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার কথাও জানান সাবেক মন্ত্রী।
বিভি/এসপি/এইচএস
মন্তব্য করুন: