পদযাত্রায় হামলা
দুই এডিসিসহ নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপিপন্থী আইনজীবীদের মামলা

সম্প্রতি নিম্ন আদালতে আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে দুই এডিসিসহ পুলিশের নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট মো. মহসিন মিয়া।
সকালে ঢাকার চিফ মেট্রোপলপটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবন বলে জানান।
এ মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি মুহিত, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, ওসি তদন্ত মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মাহবুব আলম, আব্দুর রশিদ ও রমজান মোল্লা।
মামলার বাদি মহসিন মিয়া জানান, ঘটনার দিন আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা করে পুলিশ। এতে নারী আইনজীবীসহ সিনিয়র আইনজীবীরা আহত হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল জানান, মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা আশা করছি আদালতের কাছে ন্যায় বিচার পাবো।
বিভি/এইচএস
মন্তব্য করুন: