• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ড. ইউনূসের পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশে স্থিতাবস্থা

প্রকাশিত: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ড. ইউনূসের পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশে স্থিতাবস্থা

ছবি: ফাইল ফটো

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার উপর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করে হাইকোর্ট। তার উপরই এই স্থিতাবস্থা।

রবিবার (৩ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট।

এর আগে ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে হাইকোর্টের দেওয়া রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত ৩০ নভেম্বর বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই রুল খারিজ করে আদেশ দেন। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেন উচ্চ আদালত। 

এ ছাড়া ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করেন হাইকোর্ট।

বিভি/এমআর

মন্তব্য করুন: