• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পেপারবুক তৈরি করতে বলেছে হাইকোর্ট

প্রকাশিত: ১৩:৩২, ৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পেপারবুক তৈরি করতে বলেছে হাইকোর্ট

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য পেপারবুক তৈরি করতে বলেছে হাইকোর্ট।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, এই মামলার আপিল শুনানির জন্য কোর্টের অনুমতি নিয়ে নিজেরা পেপারবুক তৈরির আবেদন করা হয়েছিল। সেই আবেদন আদালত মঞ্জুর করে পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জানান, বেগম খালেদা জিয়া কোন অপরাধ করেননি এবং ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ২০১৮ সালের ২৯ অক্টোবর এ মামলায় খালেদা জিয়াসহ চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই সাথে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন: