• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পেপারবুক তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১৬:৫৭, ৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পেপারবুক তৈরির নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য পেপারবুক তৈরি করতে বলেছেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, এই মামলার আপিল শুনানির জন্য কোর্টের অনুমতি নিয়ে পেপারবুক তৈরির আবেদন করা হয়েছিল। সেই আবেদন আদালত মঞ্জুর করে পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জানান, বেগম খালেদা জিয়া কোন অপরাধ করেননি এবং ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ২০১৮ সালের ২৯ অক্টোবর এ মামলায় খালেদা জিয়াসহ চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই সাথে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: