নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড় লাখ

ছবি: সংগৃহীত
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে সবচে বেশি মামলা পেন্ডিং ঢাকা মহানগরীর নয়টি ট্রাইবুনালে। ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বাদী ও সাক্ষীর অনুপস্থিতির কারণেই বেশিরভাগ বিচারকাজ শেষ হচ্ছে না। স্পর্শকাতর ও ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি বিভাগে একটি করে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের পরামর্শ তার। নির্যাতন বন্ধে হটলাইন সেবার পাশাপাশি মামলাগুলো তদন্তে আরও গুরুত্ব দেবার কথা বলছে পুলিশ।
ধর্ষণ ও নিপিড়ণের প্রতিবাদে ক্ষোভে উত্তাল দেশ। মা-বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে নির্যাতন-ঘটছে অহরহই। এই পাশবিকতা থেকে রক্ষা পায়নি মাগুরায় আট বছরের শিশু আছিয়াও। তার মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৬৪জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারাধীন মামলার সংখ্যা এক লাখ ৩১হাজার ১৩৪টি। সবচে বেশি মামলা বিচারাধীন ঢাকায়। নয়টি ট্রাইবুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৫হাজার ২১৩টি। দ্বিতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলা রয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে। সাতটি ট্রাইবুনালে বিচারাধীন মামলা ৭ হাজার ৭৯৪টি। তৃতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলা গাজীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে। ৬হাজার ৬৯৫টি।
মামলা তদন্তে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন পুলিশ সদরদপ্তরের এআইজি, মিডিয়া ইনামুল হক সাগর।
তবে মামলা দ্রুত নিষ্পত্তিতে মনিটরিং সেল ও দ্রুত বিচার ট্রাইবুনালের কথা বলেন পাবলিক প্রসিকিউটর।
সংশ্লিষ্টরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে, আছিয়াদের রক্ষা করা কঠিন। আরও কাঁদতে হবে মানুষকে, কাঁদবে বাংলাদেশ।
বিভি/এআই
মন্তব্য করুন: